কিশোরগঞ্জে ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা যেভাবে নিহত

 


কিশোরগঞ্জের ভৈরবে ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই নিহতের অভিযোগ উঠেছে। নিহত মিজান মিয়া (৪০) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামের সেন বাড়ির মতি মিয়ার ছেলে। তিনি কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।আজ সোমবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেকান্দা সেন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বিকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।নিহতের স্ত্রী তাছলিমা বেগম বলেন, ‘আমার দুই দেবরের ঝগড়া থামাতে গিয়ে তাদের আঘাতে আমার স্বামী মারা গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’



ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘চরেরকান্দা গ্রামের সেনবাড়ির মতি মিয়ার চার ছেলের মাঝে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। আজ সোমবার নিহত মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্য তাদের বসতবাড়ির পাশে একটি নতুন টয়লেট স্থাপন করাকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটে। এসময় মিজান স্থানীয় চকবাজার থেকে বাড়িতে ফিরে দেখেন তার দুই ভাই এ বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। বড় ভাই মিজান ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে চেষ্টা করলে হঠাৎ এসময় তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে তাকে স্বজনরা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেওসি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। সেই অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ন।’

Post a Comment

Previous Post Next Post