খালেদা জিয়াকে নিয়ে
কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার
ফেসবুকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামের এক ইমামকে গ্রেপ্তর করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সাত দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজনভ্যানে করে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিমের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টে গত ৫ এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক আইডি থেকে একটি কমেন্ট করেন। যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
Post a Comment