Top News

জামায়াতে ইসলামীর গণসংযোগে আ.লীগের হামলা

জামায়াতে ইসলামীর গণসংযোগে আ.লীগের হামলা

গাইবান্ধার সদর উপজেলায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামের আব্দুল রহমান মন্ডলের ছেলে ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. শিপন মন্ডল ও তার ছোট ভাই জামায়াতের কর্মী মো. স্বপন মন্ডল।

জানা গেছে, সাহাপাড়া ইউনিয়নের নান্দিয়া গ্রামে জামায়াতে ইসলামীর দাওয়াতি গণসংযোগে বাধা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাধা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে গেলে সাহাপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নির্দেশে তার সহযোগীরা জামায়াতের কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওয়ার্ড সেক্রেটারিসহ দুজন আহত হন।

আহত শিপন মন্ডল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি গণসংযোগ করার সময় হঠাৎ আওয়ামী লীগের কিছু লোকজন আমাদেরকে বাধা দেয়। তাদের বাধা উপেক্ষা করে কার্যক্রম অব্যাহত রাখলে স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নির্দেশে তার লোকজন অতর্কিত হামলা চালায়। এতে আমি আহত হই ও শিপন মন্ডল আহত হয়।

এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামীর গাইবান্ধা সদর উপজেলা শাখার আমির মো. নুরুল ইসলাম মণ্ডল ও সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তাদের এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপনসহ দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post