প্রতিবাদ করায় হত্যার হুমকি পেলেন গম্ভীর


 

পেহেলগামে জঙ্গি হামলার নিন্দা করে মঙ্গলবার (২২ এপ্রিল) সামাজিকমাধ্যমে বার্তা লিখেছিলেন রোহিত-কোহলিদের কোচ গৌতম গম্ভীর। আর ঠিক এরপরই হত্যার হুমকি পেলেন তিনি। গম্ভীরকে ইমেলে হুমকিবার্তা পাঠিয়েছে ‘আইসিস কাশ্মীর’। দু’টি হুমকিবার্তা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।  


বুধবার (২৩ এপ্রিল) দুপুরে এবং বিকেলে দুটি আলাদা ইমেইলে গৌতম গম্ভীরকে এই হুমকি পাঠানো হয়। মেইলটিতে লেখা ছিল-‘আইকিলইউ’,যার অর্থ ‘আমি তোমাকে হত্যা করবো।’


এই হুমকি বার্তা পাওয়ার পরপরই গৌতম গম্ভীর দিল্লির রাজেন্দ্র নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সেন্ট্রাল দিল্লির ডিসিপিকেও দ্রুত বিষয়টি অবহিত করেছেন এবং নিজের ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।


উল্লেখ্য, পেহেলগামে নিরীহ পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন গৌতম গম্ভীর। তিনি লিখেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। যারা এই জঘন্য কাজের জন্য দায়ী,তাদের অবশ্যই মূল্য চোকাতে হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।’ তার এই মন্তব্যের পরেই তাকে এই হুমকি দেওয়া হয়।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post