Top News

শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা, প্রতিবাদে চবির মূল ফটকে তালা

 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পায়ে হেঁটে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক আছে।


জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সুলতানুল আরেফিন এক শিক্ষার্থীকে মারধর করেছেন স্থানীয়রা। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হামলার শিকার শিক্ষার্থীর নাম সুলতানুল আরেফিন। তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


এর আগে সোমবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় ওই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এরপর এ ঘটনায় দিবাগত রাত দেড়টায় প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা। 


ভুক্তভোগী শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় একটা সিএনজি আমার পায়ের ওপর দিয়ে চাকা চালিয়ে দেয়। তখন সিএনজিচালকের সঙ্গে আমার একটু বাগবিতণ্ডা হয়। এরপর বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি ও মারধর শুরু করেন।


এ বিষয়ে চবির সহকারী প্রোক্টর নুরুল হামিদ কানন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের দ্বারা বারবার হামলার শিকার হচ্ছে। শিক্ষার্থীরা চাচ্ছে সিএনজি অটোরিকশাচালকদের এই সিন্ডিকেট ভেঙে দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় চক্রাকার বাস চালু করা এবং হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা। আমি তাদের বুঝিয়ে বলেছি গেট খুলে দেওয়ার জন্য। কিন্তু তারা চাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটির কাছ থেকে আশ্বাস পেতে।



Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post