Top News

বিয়ের আসরে কনে বেশে শাশুড়িকে দেখে বরের ভোঁ-দৌড়

বিয়ের আসরে কনে বেশে শাশুড়িকে দেখে বরের ভোঁ-দৌড়

বিয়ের আসরে পাত্রী বদলের খবর আমরা প্রায়ই দেখে থাকি। তবে এবার ঘটল আরও বড় কিছু। আসরে কনের পরিবর্তে বউ সেজে বসেছিলেন পাত্রীর মা। বিয়ে পড়ানোর সময় হবু শাশুড়ির পরিচয় জানতে পেরে বেজায় চটেন বর।

মূলত এর পরই বাঁধে দ্বন্দ্ব। এক পর্যায় ভোঁ-দৌড়ে আসর ছেড়ে পালান যুবক। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ঘটেছে।

ভারতীয় মিডিয়া নিউজ ১৮ জানায়, বিয়ের পাত্র ২২ বছরের যুবক। নাম মো. আজিম। গত ৩১ মার্চ তার ভাই নাদিম বিয়ের প্রস্তাব নিয়ে যান। পাত্রী ২১ বছরের মানতাশা। ফুরফুরে মেজাজে বিয়ে করতে গিয়েছিলেন যুবক। কিন্তু কনের নাম বলতেই আঁতকে ওঠেন আজিম। তড়িঘড়ি ঘোমটা তুলে দেখেন কনের বদলে বধূ বেশে বসে আছেন তার (পাত্রীর) মা।

বিষয়টি বোঝার সঙ্গে সঙ্গে এই বিয়েতে আপত্তি করা হয়। আজিম জানিয়ে দেন, এই কনেকে তিনি বিয়ে করতে পারবেন না। এরপর দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায় বিয়ের আসর ছেড়ে পালান আজিম।

আরও পড়ুন
বাংলাদেশিসহ ১৯ হাজার অবৈধ অভিবাসী ধরা পড়লো মালয়েশিয়ায়
বাংলাদেশিসহ ১৯ হাজার অবৈধ অভিবাসী ধরা পড়লো মালয়েশিয়ায়
২০ এপ্রিল, ২০২৫
 

 

এ ঘটনার সপ্তাহ খানেক পর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন আজিম। মিরাটের পুলিশ জানায়, প্রতারণার যে অভিযোগ পাওয়া গেছে। সেটার তদন্ত শুরু হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post