ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক দেখছে বিএনপি : মির্জা আব্বাস

ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক দেখছে বিএনপি : মির্জা আব্বাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সীমান্ত হত্যা, গঙ্গা-চিস্তা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে ‘সম্পর্কে প্রভাব ফেলে’ এমন বক্তব্য এড়িয়ে চলতে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে ভারতে পক্ষ থেকে।

ড. ইউনূস ও নরেদ্র মোদির এই বৈঠক নিয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ইউনূস-মোদি বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। তবে যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়, তবে সেটা ভালো। সামনে ড. ইউনূস আরও ভালো কিছু বয়ে আনবেন বলে প্রত্যাশা করি।’

ভারত শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, তার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘হাসিনার আমলে ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে। সীমন্ত হত্যা বন্ধ করতে হবে।

তিস্তা নিয়ে কোনো কথা হবে না। চুক্তি পূরণ করতে হবে ভারতকে। ’

নির্বাচন নিয়ে তিইন বলেন, ‘বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই। তবে কোনো সংস্কার যা জনগণের স্বার্থের বাইরে থাকবে, তা মেনে নেওয়া হবে না।’

Post a Comment

Previous Post Next Post