১০৬ মোবাইল ফোন মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

১০৬ মোবাইল ফোন মালিকদের বুঝিয়ে দিল ডিএমপি

বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি থানা ও হাজারীবাগ থানা পুলিশ। এর মধ্যে ধানমন্ডি থানা ২৮টি ও হাজারীবাগ থানা ৭৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে।

ডিএমপির ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি ও অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ কর্তৃক তথ্য-প্রযুক্তির সহায়তায় গত একমাসে ২৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এদিকে ডিএমপির হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের প্রেক্ষিতে হাজারিবাগ থানা পুলিশ কর্তৃক তথ্য-প্রযুক্তির সহায়তায় গত একমাসে ৭৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার (৯ এপ্রিল) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামানের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৬টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post