ঝালকাঠিতে এক রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ

 ঝালকাঠিতে এক রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ 

ঝালকাঠির নলছিটি ‍উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার রায়াপুর গ্রামের নিজ বসত ঘরের পেছনের একটি রেইনট্রি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 


নিহতরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। রুবি বেগম ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী এবং আসাদ তাদের ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় মা ও ছেলেকে ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে- মা-ছেলে দু’জনেই আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।  


আরটিভি/এএএ

Post a Comment

Previous Post Next Post