Top News

কালো কাপড়ে মুখ ঢেকে আওয়ামী লীগের মিছিল


 

কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে দলটির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী। 

রোববার (২০ এপ্রিল) সকালে জেলার বেশ কয়েকটি স্থানে গুটিকয়েক কর্মী নিয়ে মিছিল করেছে সংগঠনটি। এসব মিছিলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলেও জানা যায়।


এ দিকে আওয়ামী লীগের ব্যানারে মিছিল হলেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান তাদের ফেসবুক আইডি থেকে এসব মিছিলের ভিডিও পোস্ট করে নিজেদের উপস্থিতির জানান দেন।


ভিডিওতে দেখা গেছে, ১৫ থেকে ২০ জন যুবক আওয়ামী লীগের সভাপতি পলাতক স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।


থানা পুলিশ ও সাধারণ মানুষ মনে করছে, রোববার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কোনো স্থানে এ মিছিলটি করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া যুবকদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। ফলে তাদের চেনা যায়নি। পুলিশ তাদেরকে ধরতে কাজ করছে। এই মিছিলটি ছাড়াও জেলার কয়েকটি স্থানে মিছিলের ভিডিও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন।

 কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোর সাড়ে ৬টার দিকে সদরের বিন্নাটি এলাকায় মিছিল হয়েছে শুনেছি। তাদেরকে ধরতে কাজ করছে পুলিশ।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post