ধর্ষণের মামলায় এক বছর আগে শাস্তি পেয়েছিলেন, আজ বলা হলো তিনি নির্দোষ
২০২২ সালের ডিসেম্বরে নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ব্রাজিলের সাবেক রাইটব্যাক দানি আলভেসের বিরুদ্ধে। লম্বা শুনানির পর গত বছরের ফেব্রুয়ারিতে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত চার বছর ছয় মাসের জেলের সাজা দিয়েছিলেন। কিন্তু আজ সে রায় পাল্টে গেল। আপিএলের পর স্প্যানিশ আদালত দানি আলভেসকে নির্দোষ বলে রায় দিয়েছেন। আলভেস অবশ্য শুরু থেকেই ধর্ষণের অভিযোগ অস্বীকার করে এসেছিলেন। আজ আদালত জানিয়েছেন, বার্সেলোনা, পিএসজি, ইউভেন্তুসে খেলা সাবেক এই তারকার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পাওয়া যায়নি, যা আলভেসের ‘প্রমাণ হওয়ার আগ পর্যন্ত নির্দোষ’ ভিত্তিকে পাল্টাতে পারে। গত বছরের মার্চেই অবশ্য জামিনে বেরিয়ে গিয়েছিলেন আলভেস। তখন উচ্চ আদালতে আপিল করে রেখেছিলেন। সেটির রায় এল আজ।ধর্ষণের মামলায় এক বছর আগে শাস্তি পেয়েছিলেন, আজ বলা হলো তিনি নির্দোষ
Digont News
0
Post a Comment