গাড়ি থেকে নামিয়ে পাঁচজনকে হত্যা করল সন্ত্রাসীরা

 পাকিস্তানে গাড়ি থেকে নামিয়ে পাঁচজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। দেশটির বেলুচিস্তানের গাওয়াদার জেলায় গত বুধবার এ ঘটনা ঘটেছে বলে আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ডন।হাইওয়ে পুলিশের এসএসপি হাফিজ সাংবাদমাধ্যম ডনকে জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা গভীর রাতে মহাসড়ক দখল করে একটি গাড়ি থেকে 


পাঁচজনকে নামায় এবং হত্যা করে। এ ছাড়া আফগান সীমান্তে অবস্থিত গাওয়াদার বন্দর থেকে পণ্য বোঝাই তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা।পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে মহাসড়কটি সন্ত্রীসীমুক্ত করে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র ডনকে জানিয়েছে, নিহত হওয়া অন্তত চারজনের বাড়ি পাঞ্জাব প্রদেশে। তাদের পাশনি ও ওরামারের মাঝে অবস্থিত কালমাত এলাকায়


বাস থেকে নামিয়ে হত্যা করা হয়েছে।এদিকে গতকাল রাতে তুরবাতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সূত্রটি আরও জানায়, ওই গাড়িতে থাকা আরও তিনজনকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

Post a Comment

Previous Post Next Post