ভাড়াটিয়ার ‘মারধরে’ যেভাবে বাড়িওয়ালার স্ত্রীর মৃত্যু

 


রাজধানীর বনানীর আদর্শ নগরে বাড়ি ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার মারধরে মনি খাতুন(৩৫) নামে এর নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মনি খাতুন ওই বাড়ির মালিকের স্ত্রী।সোমবার সন্ধ্যায় মনিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মনি খাতুন শেরপুরের গাজীর খামার উপজেলার কাওয়াবিচি গ্রামের শহীদ মিয়ার মেয়ে। তার স্বামীর নাম মো. আনিস।নিহতের স্বামী আনিস বলেন, ‘সন্ধ্যার দিকে আমার স্ত্রী মনি ভাড়াটিয়া সুলতান মিয়া ও তার স্ত্রী মমতাজের বাড়ি ভাড়ার বকেয়া ৪০ হাজার টাকা চাইতে যায়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সুলতান মিয়া ও মমতাজ আমার স্ত্রীর পেটে লাথি মারে এবং শরীরের বিভিন্ন জায়গায় কিল ঘুসি মেরে তাকে আহত করে। পরে আমি খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্ত্রী আর বেঁচে নেই।’আনিস বলেন, ‘আমি একটু লেখাপড়া কম জানি তাই আমার ব্যবসা-বাণিজ্যের সম্পূর্ণ হিসাব আমার স্ত্রী রাখত। আমার একটা ১১ বছরের মেয়ে আছে, এখন আমার ব্যবসা-বাণিজ্য এবং আমার সন্তানকে কে দেখবে? আমি হত্যার বিচার চাই।’ 



হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মনি খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post