রাজধানীতে গ্যাসের চুলার আগুনে মা-মেয়ে দগ্ধ

রাজধানীতে গ্যাসের চুলার আগুনে মা-মেয়ে দগ্ধ

রাজধানীর পল্টন এলাকার কালভার্ট রোডের একটি বাসার পাঁচ তলায় রান্নাঘরে জলন্ত চুলার উপর পড়ে গিয়ে হোসনে আরা বেগম (৬৩) ও তাসলিমা সুলতানা (৪০) নামে দুই নারী দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সম্পর্কে তারা মা ও মেয়ে। সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, পল্টন এলাকা থেকে দগ্ধ অবস্থায় দুই নারীকে আমাদের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে হোসনে আরার শরীরে ৮৮ শতাংশ ও তার মেয়ে তাসলিমার শরীরে ২ শতাংশ দগ্ধ রয়েছে। হোসনে আরার শরীরে দগ্ধের পরিমাণ বেশি থাকায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান দায়িত্বরত এ চিকিৎসক। অপরদিকে তাসলিমার শরীরে দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সালাউদ্দিন জানান, হোসনে আরা বেগম পেসারের রোগী ছিলেন। আজ দুপুরের পর রান্নাঘরে গেলে জ্বলন্ত চুলার ওপর মাথা ঘুরে পড়ে যান। এতে শরীরের কাপড়ে আগুন ধরে দগ্ধ হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে তাসলিমা সুলতানাও দগ্ধ হন। পরে দ্রুত তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। হোসনে আরার শরীরে দগ্ধের পরিমাণ বেশি থাকায় চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post