গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে, ১৭ হাজারই শিশু

 


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ১৭ হাজারই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ কয়েক হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তাঁরা। নিহতদের অধিকাংশ শিশু, নারী ও বয়স্ক মানুষ।এদিকে নির্বিচারে বোমা হামলা চালিয়ে গতকাল শনিবার অন্তত ৩৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর একদিন পর আজ রোববার গাজার খান ইউনিসে হামলা চালিয়ে হামাসের এক নেতাকে হত্যা করেছে ইসরায়েল। নিহত ওই নেতার নাম সালাহ আল-বারদাউইল। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ নিহত হন এই হামাস নেতা।



২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলে। ইসরায়েলি হামলায় ৫০ হাজারের বেশি নিহতের পাশাপাশি আহত হয়েছে এক লাখের বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ বাসিন্দার অধিকাংহামলায় আনুমানিক ৭০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা। ইসরায়েলি অবরোধে খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো জরুরি পণ্যের অভাব দেখা দিয়েছে গাজায়।শ।

15

Post a Comment

Previous Post Next Post