গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

 

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন—রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও 


জেবেল মিয়া।পুলিশ জানায়, মির্জাপুর উপজেলার অন্যতম বৃহৎ গরুর হাট হচ্ছে কাইতলা গরুর হাট। শনিবার ছিল সাপ্তাহিক হাটবার। ভুক্তভোগী ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন। পথে নয়াপাড়া এলাকায় ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ছিনতাইকারীরা প্রাইভেট কারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের সাথে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ 


ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।গরু ব্যবসায়ী পিয়ারোল বলেন, ‘ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post