যে কারনে ৫ বছরের মেয়েকে ৪ টুকরো করলেন বাবা
দিন যত যাচ্ছে, ততই যেন হিংস্র হয়ে উঠছে মানুষ। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সামনে আসছে ধর্ষণ, নারকীয়ভাবে হত্যার একের পর এক খবর। এবার এই তালিকায় যুক্ত হলো আরও এক নৃশংস ঘটনা।ভারতের উত্তরপ্রদেশে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার দেহ চার টুকরো করা হয়! যিনি অভিযুক্ত তিনি আর কেউ নয়, খোদ শিশুটির বাবা! এদিকে, খুনের কারণ জেনে হতবাক পুলিশও।ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সীতাপুরের বাসিন্দা মোহিত মিশরার (৪০) সঙ্গে তার প্রতিবেশীর ঝামেলা ছিল। কিন্তু তার ৫ বছরের মেয়ে তানিকে তারা খুবই ভালোবাসত। তানিও মাঝেমধ্যে তাদের বাড়িতে যেত। আর এই কারণেই তাকে প্রাণ দিতে হলো!
পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে তাদের কাছে খবর আসে, তানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তল্লাশি শুরু করার পর শিশুটির দেহাংশর খোঁজ পায় পুলিশ। এরপর একে একে উদ্ধার হয় ৩টি অংশ। স্পষ্ট হয়ে যায়, তাকে হত্যাই করা হয়েছে। কিন্তু কে করল হত্যা, তা বুঝে উঠতে পারছিল না পুলিশ।
Post a Comment