নেত্রকোণায় নিজ বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নেত্রকোণায় নিজ বাসা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নেত্রকোণা শহরের আরামবাগ এলাকায় নিজ বাসায় বিছানায় পড়ে থাকা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, দুর্বৃত্তরা হত্যার পর তাকে বিছানায় ফেলে রেখে যায়। বৃদ্ধা মাজেদা বেগম (৬৩) আরামবাগ এলাকার মৃত আরজান আলীর স্ত্রী। আরজান আলী জেলার তথ্য কার্যালয়ে এপিআই অপরেটর পদে চাকরি করতেন। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বৃদ্ধা মাজেদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

মাজেদা বেগমের মেয়ের জামাতা মো. আশরাফ আলী জানান, মাজেদা বেগমের ছেলে সন্তান না থাকায় বাসায় একাই বসবাস করতেন। আজ বিকাল সাড়ে ৪টার দিকে ভালুকার মাস্টারবাড়ি এলাকার কর্মস্থল থেকে স্ত্রী ফারিয়া সুলতানা ইতিকে নিয়ে শাশুড়ির বাসায় পৌছে ঘরের একটি দরজায় তালা দেওয়া আর আরেকটি দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে ঘরে ঢুকে দেখেন বিছানায় শাশুড়ি মৃত অবস্থা পড়ে আছেন। নাকে রক্ত আর গলায় গামছা পেঁচানো। শাশুড়ির কানে থাকা সোনার দুইটি দুল নেই। তিনি ধারণা করছেন, দুর্বৃত্তরা হত্যার পর শাশুড়িকে বিছানায় ফেলে রেখে গেছে। পরিবারের বরাতে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে মরদেহ উদ্দার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার পরিবার হত্যার দাবি করেছে। তবে  স্ট্রোকে মারা গেছেন, না কি দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে তা এখনও বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 

ওসি কাজী শাহনেওয়াজ আরও বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post