ঝিনাইদহের কালীগঞ্জে মধ্যরাতে একটি ফার্মেসিতে চুরি শেষে ফার্মেসি মালিককে ফোন করে জানালেন স্বয়ং চোর নিজেই। সে জানতে চাইলো- ক্যাশে এত কম টাকা রাখলেন কেন?
রোববার (৩০ মার্চ) মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয়রা বলেন, আমাদের পাড়ার একটি ফার্মেসির দোকানে চুরির হয়েছে। পরে জানতে পারি চোর টাকা পয়সা তেমন কিছু না পেয়ে ফার্মেসি মালিককে ফোন করে জানতে চেয়েছে- দোকানে কোন টাকা পয়সা রাখেন না কেন?
বিষয়টি নিশ্চিত করে ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ভোরে চোরচক্রের এক সদস্য আমার মুঠোফোনে কল করে বলে, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না!
তিনি আরও বলেন, মুঠোফোনে জানানো ওই কথা আমি প্রথমে বিশ্বাস করছিলাম না। পরে ভোরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে বুঝতে পেরেছি। পরে বিষয়টি পুলিশকে অবগত করি।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাটি জানার পরে স্বঘোষিত চোরের মুঠোফোন নম্বর শনাক্তকরণেরকাজ করছি।এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনেরআওতায় আনা হবে বলেও জানান তিনি।
Post a Comment