ছেলের সঙ্গে পাবজি না খেলায় দুজনকে হত্যা করল বাবা

 


ছেলের সঙ্গে পাবজি গেম খেলতে না চাওয়ায় ইফতারের আগ মুহূর্তে দুই যুবককে গুলি করে হত্যা করেছেন এক বাবা। এ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের হাদরামাউত গভর্নরেটের ওয়াদি আমদ জেলায়।ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, নিহতদের বয়স ২০ ও ১৮। অভিযুক্তের বাড়ির কাছের একটি ক্যাফেতে তাঁদের গুলি করে হত্যা করা হয়।কর্তৃপক্ষ জানায়, পাবজি গেম খেলা নিয়ে দুই যুবকের 


সঙ্গে বাগবিতণ্ডা হয় অভিযুক্তের ছেলে। পরে ৫৫ বছর বয়সী ওই অভিযুক্তের কাছে এ নিয়ে নালিশ করলে তিনি এসে ওই যুবকদের ওপর গুলি চালান। পরে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।এক বিবৃতিতে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগ নিশ্চিত করেছে যে, অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post