নামাজে দাঁড়ানো বাবাকে পেছন থেকে কুপিয়ে মারল ছেলে

 নামাজে দাঁড়ানো বাবাকে পেছন থেকে কুপিয়ে মারল ছেলে

চুয়াডাঙ্গা সদরে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা খুন হয়েছেন। শনিবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় নিজবাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুজ্জামান খালেদুর রহমান।

নিহত দোদুল হোসেন (৫৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী আফাজ উদ্দিনের ছেলে ও ইতালি প্রবাসী ছিলেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুজ্জামান খালেদুর রহমান বলেন, দোদুল হোসেন তার ছেলেকে মোবাইল ফোনে গেমস খেলতে নিষেধ করেন। ছেলে রিফাতের (১৬) কাছ থেকে বাবা তা মোবাইল ফোনটি কেড়ে নেন। এতে রিফাত ক্ষিপ্ত হয়ে বাবা নামাজে দাঁড়ানো অবস্থায় পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত জখম অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। তিনি আরও বলেন, পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত ছেলে রিফাতকে পুলিশ আটক করেছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েত বলেন, আহত ব্যক্তির শরীরে চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

Post a Comment

Previous Post Next Post