নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।সোমবার সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা এলাকায় এ ঘটনা হয়।বিষয়টি নিশ্চিত করে আব্দুল হান্নান মাসউদের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এরজন্য বিএনপিকে দায়ী করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা করে।এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০+ নেতাকর্মী গুরুতর আহতহামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এনসিপি নেতাকর্মীরা জানান, গত শনিবার হান্নান মাসউদ হাতিয়ায় আসেন। বিকেলে তিনি জাহাজমারা বাজারে ইফতার শেষে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। তার অভিযোগ, এ সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে অতর্কিত এসে পথসভায় বাধা দেন এবং হামলা চালান।
পরে স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান বলে দাবি করেন এনসিপি নেতাকর্মীরা। এরপর হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে হান্নান মাসউদের নেতৃত্বে জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন দলটির নেতাকর্মীরা। দাবি পুরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আবদুল হান্নান মাসউদের বলেন, ‘আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় বিএনপি থেকে বহিষ্কৃত কয়েকজন মিছিল নিয়ে আমাদের মিটিংয়ে ঢুকে যায়। তাঁরা আমাদের লোকজনের ওপর হামলা চালান। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।’
হামলার বিষয়ে ‘কিছুই জানেন না’ বলে জানিয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, হামলার খবর শুনে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।তারা।।’
Post a Comment