ইফতার শেষে খামারে যাওয়ার পথে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭ টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিনের বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে। তিনি উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও বাড়বকুণ্ড ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে হানা গেছে, সন্ধ্যায় ইফতার শেষে বাড়ির অদূরে নিজের গরুর খামার যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা করে। তারা নাছিরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে সেখানে ফেলে যায়। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনাস্থলে রয়েছেন তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে হত্যাকান্ডের কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি।
Post a Comment