যে কারনে মালদ্বীপে ইমামের দায়িত্বে বাংলাদেশি হাফেজ

 


এবারের রমজানে কিশোরগঞ্জ জেলার প্রতিভাবান হাফেজ ও ক্বারী শেখ মাহমুদুল হাসান আশরাফী মালদ্বীপের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে তারাবির নামাজের ইমামতির পবিত্র দায়িত্ব পালন করবেন। তিনি মালদ্বীপের হুলহুমালে সিটির মসজিদ আল-ওয়ালিদাইনে এই মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআন চর্চার গৌরব আরও উজ্জ্বল করে তুলেছে।



আগামী ২৪ ফেব্রুয়ারি তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবেন। রমজানের পুরো মাসজুড়ে তার মধুর কণ্ঠে হৃদয়গ্রাহী তিলাওয়াত মালদ্বীপবাসীর অন্তরে কোরআনের সুর ও সৌন্দর্যের অনন্য আবেদন ছড়িয়ে দেবে।


শেখ মাহমুদুল হাসান আশরাফীর ২০১৯ সালে বাংলাদেশ ন্যাশনাল টেলিভিশন আরটিভি-তে প্রচারিত ‘আলোকিত কোরআন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশের কোরআন চর্চার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, ইরান, লিবিয়া এবং অস্ট্রিয়ায় অংশগ্রহণ করে তিলাওয়াতের সুর ও মাধুর্যের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদাকে আরও সমুন্নত করেছেন।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post