হোয়াটসঅ্যাপ এখন অনেক বড়, তাই মানতে হবে কঠোর নিয়মজনপ্রিয় সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ এখন আক্ষরিক অর্থেই ইউরোপে অনেক বড় অনলাইন প্ল্যাটফর্ম (ভেরি লার্জ অনলাইন প্ল্যাটফর্ম বা ভিএলওপি) হিসেবে বিবেচিত। ফলে এবার থেকে ইউরোপে আরও কঠোর নিয়ন্ত্রণমূলক আইনের সম্মুখীন হতে হবে মেটার মালিকানাধীন ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপটিকে। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) প্রণীত ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) অনুযায়ী, যেসব অনলাইন প্ল্যাটফর্মের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৪৫ মিলিয়ন বা সাড়ে চার কোটি তাঁদেরকে অনেক বড় প্ল্যাটফর্ম হিসেবে গণ্য করা হয় এবং ‘ভিএলওপি’ স্ট্যাটাস দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ এই মাইলফলক ছুঁয়েছে গত বছরই। হোয়াটসঅ্যাপের ‘ভিএলওপি’ স্ট্যাটাস প্রাপ্তির বিষয়টি সম্প্রতি ইউরোপিয়ান কমিশনার থমাস রেগনিয়ার নিশ্চিত করেছেন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে। গত ১৪ ফেব্রুয়ারি ইউরোপিয়ান কমিশনে জমা দেওয়া ফাইলিংয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ২০২৪ সালের শেষ ছয় মাসে তাঁদের সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল গড়ে ৪৬ দশমিক ৮ মিলিয়ন।
00:01
Post a Comment