হ্যাটট্রিক সংসারেও ডিভোর্স,যা বলেন হৃদয় খান

 


বর্তমান সময়ে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। তবে, কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশ আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে বিয়ে ও বিচ্ছেদ! ২০১৭ সালে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন হৃদয়। কিন্তু সেই সংসারেও বাজল বিচ্ছেদের সুর। তৃতীয় স্ত্রী হুমায়রাও আর থাকতে চাইলেন না তার হয়ে; বিরক্ত হয়ে দিয়ে দিলেন ডিভোর্স।


জানা গেছে, বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা।


বিভিন্ন সূত্রের বরাতে জানা আরও জানা গেছে, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়ে গেছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা। কিন্তু, ডিভোর্সের বিষয়টি এতদিন গোপন রেখেছে হৃদয় ও তার পরিবার।


এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও, তা নিয়ে মুখ খুলতে নারাজ হৃদয় খান। তিনি বলেন, বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না।


এর আগে, ২০১৫ সালের ১ আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান। কিন্তু এক বছর পূর্তির আগেই ২০১৬ সালের ৬ এপ্রিল ডিভোর্স হয়ে যায় তাদের।


বিচ্ছেদের এক বছর পার হতেই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। 


দুই বিয়ের আগে ২০১০ সালে পূর্ণিমা আক্তার নামে একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু, ছয় মাস যাওয়ার আগেই ভেঙে যায়সেই সংসার।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post