Top News

আ. লীগকে ক্ষমা চেয়ে পেছনের কাতারে রাজনীতি করার আহ্বান

 

আ. লীগকে ক্ষমা চেয়ে পেছনের কাতারে রাজনীতি করার আহ্বান

বিগত ১৬ বছরের গুম, খুন, সন্ত্রাস, লুটপাট ও বিএনপি নেতাকর্মীদের নির্যাতনকারি আওয়ামী লীগ নেতাদের ক্ষমা চেয়ে পেছনের কাতারে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পৌর পার্কে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রের পতিত ফ্যাসীবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ করা হয়।

শরীফ উদ্দিন বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করে না।

বিএনপি প্রতিশোধ নিলে একটিও আওয়ামী লীগের নেতাকর্মীরা আরামে ঘুমাতে পারত না।

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত,অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, ওবায়েদ পাঠানসহ অন্যরা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post