জানা গেল কেন, ৪ জেলায় এসপিকে একদিনে প্রত্যাহার

 


দেশের চার জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। এরমধ্যে রয়েছে কক্সবাজার, যশোর, নোয়াখালী ও সুনামগঞ্জ।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশের এক বিশেষ সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।


পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, প্রত্যাহার হওয়া চার জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।


তাদেরকে আদেশে বলা হয়েছে, পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার হস্তান্তর করে আপনি ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় রিপোর্ট করবেন।


সোমবার পৃথক চিঠিতে তাদের এ নির্দেশনা দেওয়া হয়, যাতে সই করেছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করীম।


চার এসপি হলেন- কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ, যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম ও সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান।


বিষয়ে পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, গুরুতর অভিযোগের ক্ষেত্রে এভাবে এসপিদের ডেকে আনা হয়। এটা একরকম তাদের প্রত্যাহার করে নিয়ে আসা, যেহেতু পরবর্তী কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে।


Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post