রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান। তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বুধবার
সকালে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজিব।এদিকে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মো. আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (মেম্বার) (৪৭), মো. মিন্টু শেখ (৫৫),
মোসা. সেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (৩৫), মোসা. শিমু বেগম (২০), সোহাগী বেগম (২৫)। আটককৃতরা সবাই কাজীবাধা গ্রামের বাসিন্দা।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজিব জানায়, সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কাজীবাধা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায়। এসময় ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে গাড়িতে তোলার সময় গ্রেপ্তারকৃত ফরিদের পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে ফরিদকে ছিনিয়ে নেয়।
হামলায় গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান আহত হয়।শরীফ আল রাজিব আরও জানায়, পালিয়ে যাওয়া ফরিদ শেখ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ৯টি মামলা রয়েছে। আজ পুলিশের অভিযানে তার বাড়ি থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার পৃথক দুটি মামলা দায়ের করা হবে। পালিয়ে যাওয়া ফরিদ শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Post a Comment