মাদারীপুরে ধানখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

 

মাদারীপুরে ধানখেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

মাদারীপুরের ডাসারে ধানখেত থেকে সুবর্ণা পাল (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ। উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের একটি ধানখেত থেকে আজ মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করা হয়।ওই গৃহবধূ গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের সুমন রুদ্রর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ গতকাল সোমবার রাত ৮টার দিকে বের হয়ে বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবেশী দুলাল পাল বাড়ির কাছে পুকুরপাড় ধানখেতের পাশে ওই গৃহবধূর মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে।

ওই গৃহবধূ পাঁচ বছর ধরে তিনি তার বাবা নিরঞ্জন পালের বাড়ি শশিকর গ্রামে থাকেন। তিনি ১৪ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানান স্বজনেরা। তবে কীভাবে তিনি মারা গেছেন তা এখনও জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post