পৃথিবীকে আঘাত করতে পারে ‘সিটি কিলার’ গ্রহাণু, যা জানাল নাসা

 

পৃথিবীকে আঘাত করতে পারে ‘সিটি কিলার’ গ্রহাণু, যা জানাল নাসা

মহাকাশে নতুন কোনো গ্রহাণু শনাক্ত হওয়ার বিষয়টি এখন আর নতুন কিছু নয় একেবারেই। নাসার মতো বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা ও তাঁদের বিজ্ঞানীরা প্রতি বছরই নতুন নতুন গ্রহাণু শনাক্তের ঘোষণা দেন এবং সেগুলোর ছবিসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেন। জ্যোতির্বিদ্যা নিয়ে আগ্রহী ব্যক্তি ব্যতীত সাধারণ মানুষ নিত্যনতুন এসব গ্রহাণু নিয়ে আগ্রহ দেখান, এমনটা বলার সুযোগ বোধহয় নেই। তবে গত ডিসেম্বরে চিলির মহাকাশ গবেষণা স্টেশন থেকে শনাক্ত হওয়া ‘২০২৪ ওয়াইআর৪’ (২০২৪ ওয়াইআর ফোর) নামের গ্রহাণুটিকে আর উপেক্ষা করতে পারছে না আপামর পৃথিবীবাসী। কেন? চলুন জেনে নেওয়া যাক।

প্রথমত, ‘২০২৪ ওয়াইআর৪’ নামের গ্রহাণুটির পৃথিবীর সাথে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। সংঘর্ষের সম্ভাব্য তারিখ হিসেবে ২২ ডিসেম্বর ২০৩২ এর কথা বলেছেন বিজ্ঞানীরা। দ্বিতীয়ত, গ্রহাণুটি পৃথিবীতে আঘাত করলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে পৃথিবীবাসী। কেননা প্রথমে গ্রহাণুটিকে ছোট মনে হলেও পরবর্তীতে এটি আকারে দ্বিগুণ হয়ে ধরা দেয় বিজ্ঞানীদের চোখে। শুধু তাই নয়, ধেয়ে আসা গ্রহাণুটিতে ৫০০ পরমাণু বোমার চেয়েও বেশি সক্ষমতার জ্বালানী রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। ফলে ‘সিটি কিলার’ নামে পরিচিত হয়ে উঠা এই গ্রহাণু আগ্রহের চেয়ে উদ্বেগের জন্ম দিয়েছে বেশি।

তবে পৃথিবীবাসীর মনে কিছুটা হলেও স্বস্তি ফেরাবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র প্রকাশিত সাম্প্রতিক এক ব্লগ পোস্ট। গত ২০ ফেব্রুয়ারি প্রকাশিত পোস্টে ‘২০২৪ ওয়াইআর৪’ গ্রহাণুটি নিয়ে নাসার বিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। নাসার বিজ্ঞানীদের সাম্প্রতিক পর্যবেক্ষণ অনুযায়ী, গ্রহাণুটির পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা এখন শূন্য দশমিক ২৮ শতাংশ (০.২৮ শতাংশ)। অর্থাৎ, সম্ভাবনাটা এখন প্রায় শূন্যের কোঠায়। অথচ এর এক সপ্তাহ আগেও পৃথিবীর সাথে গ্রহাণুটির সংঘর্ষের সম্ভাবনা ছিল ৩ দশমিক ১ শতাংশ- যার কল্যাণে একে এযাবৎকালের সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রহাণু হিসেবেও গণ্য করেছেন বিজ্ঞানীরা। 

তথ্যসূত্র: নাসা, রয়টার্স

Post a Comment

Previous Post Next Post