ফেসবুকে নিজের ব্যাংক হিসাবের যে বিবরণ দিলেন নাহিদ ইসলাম

 


নিজের ব্যাংক হিসাবের তথ্য জনসম্মুখে তুলে ধরেছেন সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এ হিসাব দেন।নাহিদ ইসলাম লিখেছেন, ‘উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।’নাহিদ আরও লেখেন, ‘উক্ত হিসাবে ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯ লাখ ৯৬ হাজার ১৮৮ টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেইউপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় তার পরিবারের কোনো সদস্য দেশের কোথাও জমি বা ফ্ল্যাট কেনেননি বলেও জানান নাহিদ। 


নিজের একান্ত সচিবের ব্যাংক হিসাব তুলে ধরে নাহিদ লেখেন, ‘আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ৩৬ হাজার ২৮ টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।’


মঙ্গলবার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ। আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা নতুন একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতেই উপদেষ্টা পদ ছাড়েন তিনি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post