চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রমজান শুরু

 

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রমজান শুরু

পবিত্র রমজান মাসের প্রথম দিন কবে হবে, জানিয়ে দিল সৌদি আরব। আজ শুক্রবার দেশটি জানায়, আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রোজা শুরু হচ্ছে। এই প্রথম দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চাঁদ দেখেছে। এদিকে, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী রোববার (২ মার্চ) থেকে। আগামীকাল শনিবার মালয়েশিয়ায় হবে শাবান মাসের ৩০তম দিন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ‘কিপারস অব দ্য রুলার্স সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ টেলিভিশনে দেওয়া সরাসরি ভাষণে রমজানের তারিখ ঘোষণা দেন। ওমানে রোজা শুরু শনিবার। এর আগে ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতেও রোববার (২ মার্চ) থেকে শুরু হবে রোজা।    

ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। তবে অস্ট্রেলিয়ায় আগামীকাল শনিবার থেকেই রমজান শুরু হতে যাচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা রমজান শুরুর ঘোষণা দেয়। ফিলিপাইনে প্রথম রোজা হবে রোববার।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post