গুলি করে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে যা জানা গেল

 


কুষ্টিয়ার কুমারখালীতে রাতের আধারে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. সবুজকে (৩৫) গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে তারা।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে কুমারখালী উপজেলার গড়াই নদের সৈয়দ মাছউদ রুমী সেতুর নিচে এ ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। আহত সবুজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।২০২৪ সালের জুন মাসে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকা টেন্ডারের মাধ্যমে গড়াই নদের ড্রেজারকৃত বালু অপসারণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রিয়াংকা ব্রিকস। এই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. সবুজ।


নাম প্রকাশ না করা শর্তে ঠিকাদারের একজন পার্টনার জানান, দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা।



প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম নামে এক যুবক জানান, রাতে ৪-৫টা মোটরসাইকেল নিয়ে ১০-১৫ জন আগ্নেয়াস্ত্রধারী বালুর ঘাটে এসে শ্রমিকদের মারধর শুরু করে। এরপর টোল বক্সের ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। এসময় শ্রমিকরা বাধা দিলে ম্যানেজার সবুজের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায় ওই যুবক বলেন, সবার কাছে ভারি অস্ত্র ছিল। প্রত্যেকেই মুখোশধারী ছিল বলে কাউকে চেনা যায়নি। গুলিবিদ্ধ সবুজ বলেন, সবার মুখ বাধা ছিল। তারা এসেই মারধর শুরু করে। আমার পায়ের পাতায় গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১০টা ৫২ মিনিটে কাশেমপুরের দিক থেকে ১১ জন সশস্ত্র মুখোশধারী গুলি ছুড়তে ছুড়তে সৈয়দ মাছ উদ রুমী সেতুর নিচ দিয়ে বালু ঘাটের টোল বক্সের দিকে আসে। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র। এরপর টোল বক্সের সামনে অবস্থিত শ্রমিকদের ও ম্যানেজার সবুজকে মারধর করতে দেখা যায়।



কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, বালু ঘাটে দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।তারা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post