বালতির পানিতে যেভাবে শিশুর মৃত্যু

 


জামালপুরের বকশীগঞ্জে বালতির পানিতে ডুবে আছিয়া আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 



উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামে আজ বুধবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।শিশু আছিয়া দামপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।স্বজনেরা জানান, আজ সকাল ৯টার দিকে আছিয়া আক্তার বাড়িতে নলকূপের পাড়ে খেলতে যায়। এ সময় তার মা 



রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশু আছিয়া বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post