পার্কে অসামাজিক কাজ, ১৬ তরুণ-তরুণীকে বিয়ে দিলো এলাকাবাসী

 পার্কে অসামাজিক কাজ, ১৬ তরুণ-তরুণীকে বিয়ে দিলো এলাকাবাসী


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৬ জন তরুণ-তরুণীকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর ১০ লাখ টাকা কাবিনে তাদেরকে বিয়ে দেওয়া হয়।


আটক তরুণ-তরুণীরা সিলেটের বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের জগন্নাথপুর ও মৌলভীবাজারের বলে জানিয়েছেন তারা।


স্থানীয়রা জানান, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। এটি নামে পার্ক হলেও রাখা হয়েছে বেশ কয়েকটি বিশ্রামের কক্ষ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন। এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন।


আরও পড়ুনঃ ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!

এ রকমই রোববার (১৯ জানুয়ারি) দিন-দুপুরে অন্তত ১৬ ছেলে-মেয়ে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজ চালাতে থাকেন। খবর পেয়ে বেলা ২টার দিকে এলাকাবাসী এসে পার্কে হানা দিয়ে তাদের কক্ষের ভেতরেই আটক করেন।


আটকদের তরুণ-তরুণীদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোগলাবাজার থানা পুলিশ। তবে স্থানীয় মুরুব্বিরা এসব তরুণ-তরুণীর অভিভাবকদের খবর দিয়ে বিয়ের বন্দোবস্ত করছেন বলে পুলিশ জানায়।


আরও পড়ুনঃ আপত্তিকর অবস্থায় নারীসহ এসআই আটক

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ১৬ তরুণ-তরুণীদের এলাকাবাসী আটক করেছেন। তাদের বিভিন্ন কক্ষে অসামাজিক কাজরত অবস্থায় পায় স্থানীয়রা। পরে এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দেন।


আপনার মতামত লিখুনঃ

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post