লেজার রশ্মি দিয়ে লাগানো আগুন? প্রকাশিত হচ্ছে দাবানলের পেছনে কার হাত

 লেজার রশ্মি দিয়ে লাগানো আগুন? প্রকাশিত হচ্ছে দাবানলের পেছনে কার হাত 


!যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস অঞ্চলের ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। শুরুতে বলা হয়, নতুন বছরকে স্বাগত জানাতে ব্যবহৃত আতশবাজি থেকে আগুন ধরে। তবে, তা নেভানোর কয়েকদিন পর নতুন করে এই আগুনের সূত্রপাত কীভাবে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আমেরিকা জুড়ে চলমান দাবানলের সূত্রপাত সম্পর্কে জোরালো দাবি উঠেছে " বিশেষ অস্ত্র ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা ডিইডব্লিউ এর মাধ্যমে আগুন লাগানো হয়েছে। আর এর পেছনে ছিলো সরকার কিংবা গোপন সংস্থা।"


লেজার কিংবা মাইক্রোওয়েভ সিস্টেমের মাধ্যমে আগুন লাগানো হয়েছে বলে অনেক পোস্টে দাবি করা হয়েছে।

যদিও বিষেশজ্ঞ রা এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, " দাবানলের প্রকৃতির সঙ্গে ইচ্ছাকৃত আগুন লাগানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি।"

নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আতশবাজি থেকে শুরু হওয়া আগুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যালিসেডস এলাকার কয়েক একর জমি পুড়ে ছাই হয়ে যায়। ওই আগুন নেভাতে হেলিকপ্টারের সাহায্যে ব্যাপক চেষ্টা চালানো হয়। সেসময় পাহাড়ি এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ধারণা করা হয়। তবে, সপ্তাহ খানেক পর আবারো একই এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে।


 এই দাবানলের মূল কারণ নিয়ে তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে আগুন পুনরায় জ্বলে ওঠতে পারে। নিউ ইয়ারের সময় আগুন যেখানে লেগেছিল, নতুন আগুন তার কাছাকাছি স্থান থেকে ছড়িয়ে পড়েছে বলে স্যাটেলাইট চিত্র থেকে প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বাতাসের গতিবেগ বাড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


 আগুনের সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ছয়টি দাবানল ছড়িয়ে পড়ে। এখনো সক্রিয় রয়েছে তিনটি। এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালিসেইডস ও পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি। এই দুই দাবানল সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে। 

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post