মাম*লা করলেন সারজিস

 

মামলা করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। সাইবার বুলিংয়ের অভিযোগে আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন তিনি।


শাহবাগ থানায় সারজিস আলমের করা মামলার এজাহার আজ বিকেলে মামলার আদালতে আসে। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।মামলার এজাহারে সারজিস আলম উল্লেখ করেন, গত বুধবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লগইন করেন। এ সময় ‘ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা’ এবং ‘ক্রিমিনালস ডিইউ’ নামের দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে নিজের বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে বলে অভিযোগ করেন সারজিস।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক উল্লেখ করেন, এ দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে, এমনকি তিনি চরম মানহানির শিকার হচ্ছেন বলেও উল্লেখ করেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post