এতিমখানার শিশু বলাৎকার, হুজুর গ্রেফ*তার


 বলাৎকারের দায়ে গ্রেফতার এতিমখানার হুজুর। ছবি: প্রতিনিধি

এতিমখানার এক শিশুকে বলাৎকারের অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় এক হুজুরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত হুজুরের নাম আবু বক্কর ছিদ্দিক (২৪)।তিনি কক্সবাজার জেলার পেকুয়া নানদিরপাড়া গ্রামের মৃত মনজুর আলমের পুত্র। রবিবার রাতে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে এই বলাৎকারের ঘটনা ঘটে।পুলিশ জানান, বলাৎকারের অভিযোগে গ্রেফতারকৃত আবু বক্কর ছিদ্দিক দীর্ঘদিন পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের বাণিপুর শাহ রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম।


আরও পড়ুনঃ ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি ও হত্যা*কাণ্ডের প্রামাণ্যচিত্র

গত ১১ জানুয়ারি প্রথম বলৎকারের শিকান হন ১৩ বছরের এক শিশু। রবিবারও শিশুটিকে বলাৎকারের চেষ্টা করা হলে শিশুটি কৌশলে বিষয়টি পরিবারকে জানান। পরে শিশুটির মামা নাছির উদ্দীন এতিমখানায় গিয়ে প্রথমে এতিমখানা পরিচালনা কমিটিকে অবহিত করেন।


ঘটনার সত্যতা পাওয়ায় এতিমখানা পরিচালনা কমিটির পরামর্শে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পরে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুজুর আবু বক্কর ছিদ্দিককে গ্রেফতার করেন। বলাৎকারের অভিযোগে রাতে পটিয়া থানায় শিশুর মামা নাছির উদ্দীন বাদী হয়ে একটি মামলা করেছেন।


আরও পড়ুনঃ ভারতে পালাতে গিয়ে সচিব আটক

পটিয়া থানার উপ পরিদর্শক মো: কামরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এতিমখানায় শিশু বলাৎকারের দায়ে হুজুরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হুজুর সত্যতা নিশ্চিত করায় রাতে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post