স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

 স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও


নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী রফিকুল ইসলাম ফকিরের মৃত্যুর ৪ ঘণ্টা পর হার্টঅ্যাটাকে মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী রীনা পারভীন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ স্বামী-স্ত্রীর মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিসারিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল। পরে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকার মৃত নূরুল হক মাষ্টারের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিসারির মটরের সুইচ দিতে গিয়ে রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। তার মৃত্যুর শোক সইতে না পেরে স্ট্রোক করেন তার স্ত্রী রীনা পারভীন। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।


আরও পড়ুনঃ দেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে: আসিফ নজরুল

সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত সাড়ে এগারোটার দিকে মমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রীনা পারভীন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post