নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, দুলাভাই-শ্যালক নিহত
বগুড়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুলে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- বগুড়া শহরের আটাপাড়া এলাকার মোহাম্মদ বাবুল হোসেন (৫৭) এবং সুলতানগঞ্জ পাড়ার নজরুল ইসলাম (৭০)।বাবুলের ভগ্নিপতি নজরুল।
কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, গাইবান্ধা থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল গ্রেফতার
স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস মেডিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে উদ্ধার ও মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
Post a Comment