কুমিল্লায় নাশ°কতা মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

 কুমিল্লায় নাশ°কতা মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি


কুমিল্লায় নাশকতার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া


আজ বুধবার (২২ জানুয়ারি) এ তথ্য জানান কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু।পিপি কাইমুল হক জানান, গত সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।


কায়মুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।


আরও পড়ুনঃ ঢাবি শাখা ছাত্রদলের ২৪২ জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ওই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। তিনি এই মামলার ৩২ নম্বর আসামি ছিলেন। সোমবার খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলার সব আসামিকে অব্যাহতি দেন আদালত।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post