মৃত্যুর ৪০ দিন আগে মানুষ এই তিনটি স্বপ্ন বার বার দেখতে পায় !
মস্তিষ্ক হলো আমাদের দেহের চলিকাশক্তি। তাই তো শরীরের কোথাও কোনো গোলযোগ দেখা দিলে সে খবর মস্তিষ্কে পৌঁছাতে সময় লাগে না। আর খবরটা পাওয়া মাত্র তার প্রভাব পড়ে আমাদের হাতের লেখা থেকে দৈনন্দিন জীবন সম্পর্কিত সব ক্ষেত্রেই। বাদ যায় না স্বপ্নও।
সেই কারণেই তো হাতের লেখার মতো স্বপ্নের বিশ্লেষণ করেও শরীর সম্পর্কিত একাধিক অজানা বিষয় জেনে ফেলা সম্ভব, এমনকি মৃত্যু কখন আসছে সে সম্পর্কেও!
মৃত্যুর ৪০ দিন আগে মানুষ
এই তিনটি স্বপ্ন বার বার দেখতে পায়।
১) যখন আপনার মৃত্যুর সম হবে তখন আপনার মৃত বাবা- মা আত্মীয় স্বজনরা ডাকতে থাকবে তাদের কাছে যাওয়ার জন্য। এই স্বপ্নটি বার বার দেখলে বুঝবেন আপনার সময় শেষ।
২) যদি স্বপ্নে দেখেন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমন করতেছেন। তাহলে বুঝবেন আপনার সময় আর বেশিদিন নেই।
৩) স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার হাতে একটি পাখি ছিলো,, সেই পাখিটি ফটফট করতে করতে উড়ে গেছে। তাহলে বুঝবেন আপনার মৃত্যু অতি নিকটে।
সবকিছুর পরে আসল কথা হচ্ছে মৃত্যু কার কখন কোথায় কিভাবে লেখা আছে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন ! উপরে বর্ণিত তথ্যগুলো বিভিন্য সোর্স থেকে সংগ্রহ করা হয়েছে । সৃস্টিকর্তা যেনো আমাদের সকলকে ভালো রাখেন !
Post a Comment