প্রধান উপদেষ্টার বাসভবনে অনশন করতে শাহবাগে জমায়েত ইনকিলাব মঞ্চের

 প্রধান উপদেষ্টার বাসভবনে অনশন করতে শাহবাগে জমায়েত ইনকিলাব মঞ্চের


পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় অনশন করতে শাহবাগে জড়ো হয়েছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টার পর থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ব্যানার নিয়ে তাদের জড়ো হতে দেখা যায়।


এর আগে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতাকে গুপ্তহত্যার প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তোলা দাবি না মানলে তারা আজ অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ শুক্রবার ও শনিবারের মধ্যে যে ৫ জন বিপ্লবীকে হত্যা করা হয়েছে তাদের হত্যায় জড়িতদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার নয় অনতিবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।


আরও পড়ুনঃ পটুয়াখালীতে ছাত্রদল নেতাকে পিষে দিল ট্রাক

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে। সরকারের কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার আগ পর্যন্ত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের শীর্ষ ১০ জনের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।আগামী শুক্রবার ও শনিবারের মধ্যে দাবি না মানলে আগামী রবিবার ২২ ডিসেম্বর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চ ছাত্রজনতাকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে অনশন কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post