মধ্যরাতে ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রদল

 মধ্যরাতে ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্রদল



রাজধানীর শাহবাগ মোড়ে মধ্যরাতে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। শুক্রবার (২০ ডিসেম্বর)


ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে রাত ১১টা থেকে টানা দুই ঘন্টার বেশি সময় ধরে এ কাজ করেন তারা।জানা গেছে, মধ্যরাত থেকে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মালবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করে। এ সময় ট্রাফিক পুলিশ অনুপস্থিত থাকায় বিভিন্ন মোড়ে যানজট সৃষ্টি হয়।


মমিনুল ইসলাম জিসান বলেন, তারেক রহমানের রাজনৈতিক দর্শন ‘সমস্যা সমাধানের রাজনীতি’। সমস্যা দেখে এড়িয়া যাওয়া নয়। এর আলোকেই ট্রাফিক জ্যামমুক্ত রাখতে বাসায় যাওয়ার পথে এ দু’ঘন্টার প্রচেষ্টা চালিয়েছি।


আরও পড়ুনঃ একই পরিবারের ৭ জন নিখোঁজ

এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করেন তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক শরীফুল আলম শরীফ ও জাহিদ হাসান শিশিরসহ নেতাকর্মীরা।

Post a Comment

Previous Post Next Post