ওবায়দুল কাদের রাজাকার পরিবারের লোক!

 ওবায়দুল কাদের রাজাকার পরিবারের লোক!



ওবায়দুল কাদের রাজাকারের বাচ্চা, রাজাকার পরিবারের লোক বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।


সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, হাসিনার মন্ত্রিসভায় সাড়ে তিনজন মুক্তিযোদ্ধা ছিল আর ওবায়দুল কাদের হল রাজাকার পরিবারের সদস্য।


১৯৭১ সালের নভেম্বর মাসে যখন ওবায়দুল কাদেরের পরিবার বুঝতে পারে দেশ স্বাধীন হয়ে যাবে, তখন তারা বুদ্ধি করে ওবায়দুল কাদেরকে একটা অস্ত্র দিয়ে মুক্তিযুদ্ধা হিসেবে দেখায়। 


এবং তাকে মুক্তিযোদ্ধা বানায় । সে হলো আধা মুক্তিযুদ্ধা, এটা আমি বলি না এটা বলেছে তার যে কমান্ডার ছিল নোয়াখালীর মাহমুদুর রহমান বেলায়েত সে বলেছে।



ফজলুর রহমান বলেন,হাসিনা সরকার যা করছে এটা ক্ষমা করা উচিত না। এটার বিচার করা উচিত। এক নাম্বার হাসিনা যে সর্বনাশ করেছে এই দেশের মানুষকে গণহত্যা করেছে। 


রাজনীতির ক্ষেত্রে ৩টা ইলেকশন ২০১৪, ২০১৮, ২০২৪ সালে মানুষ ভোট দিতে পারেনি। ৩৬ বছর যে মানুষটার বয়স হয়েছে সে একটা ভোট দিতে পারেনি। এমনকি লোকাল গভ:মেন্ট চেয়ারম্যান নির্বাচর পর্যন্ত মার্কা দিয়ে ভোট করেছে। এরপর মেয়র, জেলা পরিষদ এই যে ভোটগুলো হয়েছে ,সেখানেও একটা মানুষ ভোট দিতে পারেনি।



তিনি বলেন, হাসিনা যে সর্বনাশ করেছে তা হলো তার লোকজন সালমান এফ রহমান, সামিক গ্রুপের মতো কিছু চোর ডাকাতের নেতৃত্বে দেশটাকে লুট করেছে। আমরা দেখলাম প্রায় ৫০ লক্ষ কোটি টাকা হাসিনার আমলে এই দেশ থেকে চলে গেছে বাহিরে।


 আমি বারবার বলেছি, যে স্বৈরাচার, ফ্যাসিস্টরা রক্তের সাগরে রাজত্ব করতে চায় তার সিংহাসন রক্তের সাগরে ডুবে যাবে। এই হাসিনা থামেন আপনি আর আগায়েন না আপনি ডুববেন। আপনি আপনার বহর নিয়ে ডুববেন এবং শেষ পর্যন্ত দেশটাকে ডুবিয়ে পালিয়েছে।

Post a Comment

Previous Post Next Post