যুক্তরাজ্যে শেখ হাসিনার ভাষণ, সত্যতা জানালো রিউমর স্ক্যানার

 যুক্তরাজ্যে শেখ হাসিনার ভাষণ, সত্যতা জানালো রিউমর স্ক্যানার



এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে প্রদর্শিত বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগোর সূত্রে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।সেখানে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ভিডিও এটি।অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যের মাটিতে সরাসরি ভিডিও যোগে ভাষণ দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।


তবে গত ৮ ডিসেম্বর রাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিয়েছেন। তবে উক্ত অনুষ্ঠানে শেখ হাসিনাকে ভিডিও যোগে ভাষণ দিতে দেখা যায়নি।


যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল সভায় দেওয়া শেখ হাসিনার এই ভাষণের অডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৮ অক্টোবর রাতে প্রচার করা হয়েছে।


আরও পড়ুনঃ ব্রাজিলে গোলরক্ষককে পুলিশের গুলি

সুতরাং, ২০২৩ সালে শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে দেওয়া ভাষণের ভিডিও দাবিতে টিকটকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

Post a Comment

Previous Post Next Post