বিএনপির ৪ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার

 বিএনপির ৪ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার


দলীয় শৃঙ্খলা ভঙ্গ করাসহ বিভিন্ন অভিযোগে দলের ৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দখল, সন্ত্রাস ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে বিএনপির ৪ নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন, বরিশাল উত্তর জেলাধীন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেন, সদস্য ফরহাদ শরীফ এবং বিএনপির কর্মী নাজমুল হাসান মিঠু।

Post a Comment

Previous Post Next Post